রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত
  • মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
  • চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল
  • করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ‘অসাধারণ’ অবদানের জন্য দ. সিটিকে স্বীকৃতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৩, ১০:৪৮

দক্ষতার সঙ্গে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পাদন করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে স্বীকৃতি দিয়েছে স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রাধীন জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

'জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ' ঢাদসিককে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ দেওয়া হয়।

রোববার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর আগে 'জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩' উপলক্ষে গত ৬ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে ঢাদসিককে এই সম্মাননা দেওয়া হয়। ঢাদসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এই সম্মাননা সনদ ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে জনবান্ধব ও সহজতর করতে পুরো প্রক্রিয়াকে ঢেলে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাদসিকের আওতাধীন এলাকায় জন্মগ্রহণকারী বা স্থায়ীভাবে বসবাসরতরা এখন আরো সহজে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।

নতুন কার্যক্রমের আওতায় জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পাদন করতে নিবন্ধন সনদ পাওয়ার যোগ্য ব্যক্তিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট (https://dscc.gov.bd/) এ প্রবেশ করে 'জন্ম ও মৃত্যু নিবন্ধন' আইকনে ক্লিক করতে হবে। এরপর ফরমে চাহিত তথ্যাদি পূরণ করে অনলাইনেই আবেদন দাখিল করতে হবে। পরবর্তীতে অনলাইনে পূরণকৃত আবেদন প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে দাখিল করলেই জন্ম-মত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে।

অথবা সরাসরি https://bdris.dscc.gov.bd এ প্রবেশ করেও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে।

২০২২ সালের অক্টোবর হতে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮৩ হাজার ৩৫ জনকে জন্ম নিবন্ধন এবং ১ হাজার ৮ শত ৪৯ জনকে মৃত্যু নিবন্ধন সনদ দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর