রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত
  • মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
  • চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল
  • করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে পরীক্ষার্থী ১৩৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২০ জুন ২০২৩, ১৪:৫৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত এ ইউনিটের প্রথম পালার (শিফট) ভর্তি পরীক্ষা ২০ জুন মঙ্গলবার সকাল নয়টায় শুরু হয়েছে। এরপর দ্বিতীয় পালার পরীক্ষা শুরু হয় ১০টা ২৫ মিনিটে, যা শেষ হয় ১১টা ২৫ মিনিটে। তৃতীয় ও চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পালার পরীক্ষা শেষ হবে বিকেল ৪টা ৪০মিনিটে।

 

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্র জানা যায়, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬১ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। এ হিসাবে এ ইউনিটে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

 

 

এ ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা ২০ জুন সকাল আটটা থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে আটটায় পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি।

 

এ বিষয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন ফরিদ আহমেদ বলেন, ‘এ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। উপস্থিতির হার এ ইউনিটের সব শিফটের পরীক্ষা শেষে জানাতে পারব। তবে উপস্থিতির পরিমাণ বেশ ভালো। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি।’

 

সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, ইতিমধ্যে দুই পালার পরীক্ষা শেষ। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর খবর আমরা পাইনি।’

 

এর আগে ১৯ জুন সোমবার সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার পালায় অনুষ্ঠিত ওই পরীক্ষায় জালিয়াতি করায় দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর