রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত
  • মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
  • চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল
  • করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন

উন্মুক্ত অন্তর্বাসে সৃজলা'র নেট দুনিয়া ঘায়েল!

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১২:১৯

কলকাতার টিভি সিরিয়ালের তরুণ প্রজন্মের উঠতি তারকা সৃজলা গুহকে দেখে একেবারে চোখ হা হয়ে গেছে তার অনুরাগীদের। এ কেমন রূপ তার। শার্টের সব কটা বোতাম খোলা। সুস্পষ্ট বক্ষবিভাজিকা। এমন একটি ছবি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনায় বেলি ডান্সে গোটা বাংলা মুগ্ধ করা সৃজলা গুহ। এই ড্যান্স প্যাটার্নে তার তুলনা চলে নোরা ফতেহি'র সঙ্গে। বরাবরই সাহসী সৃজলা গুহ। মাত্র একটি ধারাবাহিকে কাজই তাকে তুলে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। সঙ্গে সক্রিয় থাকেন সমাজমাধ্যমেও। আপাতত আলোচনায় তার এই ছবিটি।

এই ছবিতে দেখা গেছে, একটি পিচ রঙের স্ট্রাইপড শার্ট পরে আছেন সৃজলা। শার্টের সব কটা বোতামই খোলা। ছবি দেখে মুখ হাঁ অভিনেত্রীর ভক্তদের। অবেদন চুইয়ে পড়ছে সারা শরীর দিয়ে। অবশ্য এহেন 'আগুন' ফটোশ্যুটের একাধিক নজির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৃজলার ইনস্টাগ্রামে। যা দেখে রাতের ঘুম ওড়ে তার পুরুষ ভক্তদের। হট অবতারের এই ছবিতে এক সৃজলা ভক্ত মন্তব্য করলেন, হটি! আমার সবসময়ের প্রিয়। দ্বিতীয় জন লিখলেন, কী সেক্সি লাগছে তোমাকে দেখতে! তোমায় এরকম লুকে দেখতে আমার ভালো লাগে। ফাটাফাটি। তৃতীয় জনের মন্তব্য, আমার প্রিয় মেয়ে! জলদি ফেরো নতুন সিরিয়ালে। অপেক্ষায় রয়েছি। তবে কেউ কেউ আবার কটাক্ষ করলেন সৃজলাকে এরকম খোলামেলা ছবি শেয়ার করার জন্য। একজন লেখেন, এটা একটু বেশিই হয়ে গেলো। দ্বিতীয় জনের মন্তব্য, দিন দিন আরও অধঃপতন হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু সৃজলা গুহ'র। এরপর সেখান থেকেই তার প্রেম রোহন ভট্টাচার্যের সঙ্গে। তারপর সুযোগ আসে মন ফাগুনে অভিনয় করার। এই ধারাবাহিকে কাজ করার সময়ই রোহন - সৃজলা'র প্রেমে বিচ্ছেদ ঘটে। টলিপাড়ার ফিসফাস, মন ফাগুনে কাজ করার সময় সৃজলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে এই ধারাবাহিকের নায়ক শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যার জেরেই বিচ্ছেদ। অবশ্য, শনের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি সৃজলা।

জানা যায়, মন ফাগুনের পর ওয়েব সিরিজে দেখা গিয়েছে সৃজলাকে। কলঙ্ক ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন ঋত্বিক চক্রবর্তী ও রাইমা সেনের সঙ্গে। মাঝে শোনা গিয়েছিল, হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। যা আসবে নেটফ্লিক্সে। দক্ষিণী তারকা রানা ডাগ্গুবতির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সৃজলাকে এই ওয়েব সিরিজে। অন্দরের ফিসফাস, নতুন সিরিজে সই করে ফেলেছেন নায়িকা। তবে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। আর এই প্রোজেক্টের কোনো অফিসিয়াল ঘোষণাও হয়নি এখন পর্যন্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর