রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত
  • মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
  • চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল
  • করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন

১৭ মিনিটে রিয়ালের জালে ৪ গোল দিলেন সারলোথ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৪:৫০

৮ গোলের থ্রিলার ম্যাচে ভিয়ারিয়ালের কাছে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গোল বন্যার ম্যাচে ৪-৪ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ভিয়ারিয়ালের হয়ে চারটি গোলই করেন আলেকজান্ডার সারলোথ।

আশ্চর্যের বিষয় হলো- রিয়ালের জালে ৪ গোল দিতে সারলোথের সময় লেগেছে মাত্র ১৭ মিনিট। ৩৯ মিনিটে প্রথম গোল করার পর ৫৬ মিনিটে করেন চতুর্থ গোল। ৪ গোল করে চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা এখন নরওয়ের এই ফরোয়ার্ড।

ম্যাচের ৩০ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ১৪ মিনিটে প্রথম গোল করেন রিয়ালের তার্কিশ তরুণ আর্ডা গুলার। আর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু।

৩৯ মিনিটে সারলোথের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে ভিয়ারিয়াল। এর মাত্র ১ মিনিট পর আবারও গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। ৪০ মিনিটে লুকাস ভাজকুয়েজের গোলে ব্যবধান ৩-১ করে লস বাঙ্কসরা।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরও একটি গোল পায় রিয়াল। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+২ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে ৪-১ গোলে এগিয়ে দেন গুলার।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে চমক দেখান সারলোথ। নরওয়ের এই তরুণের দুর্দান্ত পারফরম্যান্সে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভিয়ারিয়াল। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মধ্যে আরও ৩ গোল করেন তিনি। এতে ৪-৪ গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল।

সারলোথ এই ৩ গোল করেন ম্যাচের ৪৮, ৫২ ও ৫৬ মিনিটে। চলতি ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ৩৩ ম্যাচে ২৩ গোল করে শীর্ষে আছেন তিনি। তার থেকে ২ ম্যাচ বেশি খেলে ২১ গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জিরোনার আরটেম ডোভবাইক।

তবে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পাওয়ায় চিন্তিত নন কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘এটি এমন একটি খেলা ছিল, যা খুবই খোলাখুলি ছিল। এটি খেলার মতোই একটি ম্যাচ ছিল, যেখানে খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন। আমরা বেশি গোল খেয়েছি। কিন্তু তাতে কিছু আসে যায় না। ফাইনালের (চ্যাম্পিয়ন্স লিগ) সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভালো কিছু ছিল। আক্রমণে আমরা ভালো খেলেছি এবং সর্বোপরি আর্ডা (গুলার) বিশেষ কিছু দেখিয়েছে।’

এই মৌসুমে আরও আগেই লা লিগার শিরোপা জিতে নিয়েছে রিয়াল। বর্তমান মৌসুমের এক ম্যাচ হাতে রেখে ৩৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৯৪। বরাবরই শীর্ষে আছে স্প্যানিশ জায়ান্টরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর