রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত
  • মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
  • চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল
  • করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন

বিহারে সেতু ভেঙে পড়ার হিড়িক, ১৭ দিনে ১২টিতে ধস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৪, ১৭:২২

ভারতের বিহার রাজ্যে সেতু ভেঙে পড়ার ঘটনা যেন থামছেই না। এই নিয়ে গত ১৭ দিনে পরপর ১২টি সেতু ভেঙেছে। এ নিয়ে প্রশাসনে উদ্বেগ দেখা দিয়েছে। সবশেষ সেতু ভাঙার ঘটনা ঘটেছে সারন জেলায়।

সেখানে গণ্ডকী নদীর ওপর নির্মিত সেতুটি বৃহস্পতিবার ভেঙে পড়ে। কিভাবে এটি ভাঙল তা স্পষ্ট নয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এই নিয়ে শুধু সারনেই তিনটি সেতু ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও থেকে দেখা যাচ্ছে, নদীর ওপর তৈরি সেতুটি একবারে মাঝখান থেকে ভেঙে পড়েছে। সেতুর অনেকটা অংশ পানিতে পড়ে গেছে। এই সেতু সারন জেলার সঙ্গে সিওয়ান জেলার সংযোগ রক্ষা করে থাকে। তা ভেঙে পড়ায় গ্রামবাসীরা সমস্যায় পড়েছে।

সেতুটি ১৫ বছরের পুরনো বলে জানা গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেতু ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত করা হবে। তবে কাছেই রাস্তার কাজ চলছিল। সেই কারণে সেতুটি ভেঙে পড়তে পারে।

সব দিক খতিয়ে দেখা হবে।

এদিকে গত ১৮ জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। আরারিয়া জেলায় সেতু ভাঙার পর ২২ তারিখ সিওয়ানেও একইভাবে নদীর ওপর ভেঙে পড়ে একটি সেতু। এরপর ক্রমে পূর্ব চম্পারন, কিসানগঞ্জ, মধুবনী, মুজফফরপুরে সেতু ভেঙেছে। ৩ জুলাই সিওয়ানে তিনটি সেতু এবং সারনে দুটি সেতু ভেঙে পড়ে। বৃহস্পতিবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো সারনের আরো একটি সেতু।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যে রাজ্যের পুরনো সেতুগুলোর পর্যবেক্ষণের জন্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কোন সেতু আগে মেরামত করা দরকার, তা-ও চিহ্নিত করতে বলেছেন। সংশ্লিষ্টরা সেই কাজ শুরু করেছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর