রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত
  • মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
  • চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল
  • করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন

নরসিংদী কারাগার থেকে পালানো দুই জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৬:১৬

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া দুজন নারী জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ থেকে জানানো হয়েছে, শুক্রবার নরসিংদী কারাগারে হামলার পর যে আটশর বেশি বন্দি পালিয়ে যায়, তাদের মধ্যে কয়েকজন জঙ্গি ছিলেন।

তাদের মধ্যে দুজন নারী জঙ্গিকে গ্রেফতার করেছে ঢাকার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

এদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে বন্দি পলায়ন, অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মো. কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করে তাদের বরখাস্ত করেছে।

কারাগারে বন্দি পলায়ন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নরসিংদী কারাগারে ৮২৬ বন্দির মধ্যে ২ নারী জঙ্গিসহ ৯ ভয়ংকর জঙ্গি ছিল। তারা এই জঙ্গিদের পালানোর পথ করে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, দেশ অচল করে দেওয়া। এ দেশের মানুষ আজ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। সেটাকে শেষ করে দিতেই এই ধ্বংসযজ্ঞ। তাদের বিরুদ্ধে মানুষ ঘুরে দাঁড়িয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে হামলার ঘাটনায় কারও গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখতে ২টি তদন্ত কমিটি করা হয়েছে। কারও গাফিলতি থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। লুট হওয়া অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ৩৩টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর