প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০০
চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৫১৫ লক্ষে্য ব্যাট করে শেষ পর্যন্ত অবশ্য ২৮০ রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে শান্তদের।
৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলায় প্রথম ঘন্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে পানি বিরতির পর শুরু হয় যাওয়া আসার মিছিল।
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে আর দাঁড়াতে পারেনি ব্যাটাররা। বেশিদূর এগোতে পারেনি সাকিবও। ব্যর্থ হয়েছেন লিটন-মিরাজরা।
বাংলাদেশের হয়ে ৮২ রান করেছেন নাজমুল হেসেন শান্ত।
৮টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বল খেলে এই রান করেন তিনি।
৬ উইকেট নেন অশ্বিন। জাদেজা নিয়েছেন ৩ উইকেট। বাকিটি বুমরার।
মন্তব্য করুন: