রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত
  • মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
  • চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল
  • করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন

পেশকারের ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৩:৫৪

সেবা প্রার্থীদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল আদালত-৩ এর বেঞ্চ সহকারি (পেশকার) নজরুল ইসলামের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 গত ৯ এপ্রিল আদালতের নাজির মোশাররফ হোসেন বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। এর আগে আদালতের বেঞ্চে বসে বিভিন্ন মামলার জামিনপ্রাপ্ত আসামিদের জামিননামা সরবরাহসহ সেবাপ্রার্থীদের কাছ থেকে পেশকার নজরুল ইসলামের প্রকাশ্যে ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

তার পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে নজরুল ইসলামের বিরুদ্ধে থানায় এজাহার করা হলো। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান ও তদন্ত করবেন বলে অভিযোগে বলা হয়েছে।

ভাইরাল ভিডিওর সূত্র উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ চারজন আসামির জামিন হয়।

জামিনের পর আসামির স্বজনরা বেঞ্চ সহকারি নজরুল ইসলামের কাছে বেইলবন্ড (জামিন নামা) নিতে গেলে চারটি জামিন নামার জন্য পেশকার নজরুল চারশ টাকা ঘুস নেন প্রকাশ্যে। গত ৮ এপ্রিল ঘুস গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়।

বিষয়টি আদালতের নজরে এলে নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ দায়েরের পর পেশকার নজরুল ইসলামকে আদালতের কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে শোকজ করা হয়েছে।

এদিকে ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, আদালতে বিভিন্ন মামলার নথি উপস্থাপন, জাবেদা নকল তোলা, জামিন নামা সরবরাহে পেশকার নজরুল ইসলাম ভুক্তভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়ে আসছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, পেশকার নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজপাড়া থানার ওসি মতিয়ার রহমান জানান, আদালতের নাজির একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি দুদকের অধিভুক্ত হওয়ায় তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর