প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৬:২৪
শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কটিয়াদী থানার কাছ থেকে নাঈমকে গ্রেফতার করা হয়।
নাঈম কটিয়াদী উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম সাংবাদিক নাঈমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাঈমের বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই। কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ২৪ মার্চ কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং ৪৫(৩)২০২৫) সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয় ‘
মন্তব্য করুন: