প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫, ১৬:০৪
ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। শরীরী সৌন্দর্য কিংবা নাচের হিল্লোল- নানাভাবে দর্শকদের মুগ্ধ করেছেন।
কখনো কাজের জন্য, কখনো ব্যক্তিগত কারণে সমালোচিত হয়েছেন। কিছুদিন আগে বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। ট্রল কিংবা সমালোচনা কীভাবে গ্রহণ করেন তামান্না ভাটিয়া? তামান্না ভাটিয়া বলেন, ‘কোনটা গঠনমূলক সমালোচনা তা আমি এ জার্নি থেকে শিখেছি।
কারণ এটা সব সময়ই থাকে। এমনকি কিছু মতামতও নিশ্চিতভাবে গ্রহণ করি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। আমি বলতে পারি, এটা ট্রল নাকি উপকারী কিছু। এটি পছন্দ হোক আর না হোক, এক চিমটি লবণ মাখিয়ে তা গ্রহণ করি।’
মন্তব্য করুন: