প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৩:৪৬
ভোলায় ঘরে ঘরে গ্যাস–সংযোগসহ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনকারীরা ঢাকা থেকে ফিরে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে লঞ্চ থেকে নেমে তাঁরা বিক্ষোভ করেন। পরে রাতে মশালমিছিল বের করা হয়। পরে আন্দোলনকারীরা শহরের বাংলাস্কুলের ভাসানীমঞ্চে অবস্থান নেন। সেখানে তাঁরা গতকাল মধ্যরাত পর্যন্ত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত সময়ে ভোলায় আসা কোম্পানির উদ্যোক্তাদের হয়রানি করা হয়েছে। এখন তাঁদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। দেশের শিল্পপতিদের ভোলায় শিল্প ও কলকারখানা নির্মাণের আহ্বান জানান তাঁরা।
বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বায়ক রাহিম ইসলাম বলেন, ‘২৮ এপ্রিলের বৈঠকে জ্বালানি উপদেষ্টা আবাসিক গ্যাস-সংযোগ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টাও মেডিকেল কলেজ নির্মাণের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
কিন্তু আমরা ভোলাবাসী দমার পাত্র নই। পাঁছ দফা দাবি আদায়ে আমরা আরও জোরালোভাবে আন্দোলনে নেমেছি। আজ বুধবার আমরা ভোলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগ করব।’
ভোলার ঘরে ঘরে গ্যাসসংযোগ, ভোলার গ্যাস দিয়ে কলকারকারখানা নির্মাণ, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে অবৈধ গ্যাস চুক্তি বাতিলসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে গত তিন বছর বিভিন্ন ব্যানারে আন্দোলন হচ্ছে। এই দাবিতে ১৫ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
এর অংশ হিসেবে গত রোববার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করা হয়। পরদিন সোমবার ভোলার প্রতিনিধিদলের সঙ্গে জ্বালানি উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে আশানুরূপ সাড়া না পেয়ে প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় বিক্ষোভ করেন। গতকাল বিকেলে লঞ্চে করে ভোলায় ফিরে আবার আন্দোলনের ডাক দেন তাঁরা।
মন্তব্য করুন: