প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৬:৩৪
মানিকগঞ্জে জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম এর উপর বর্বরোচিত হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ মে) দুপুরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এতে বক্তব্য রাখেন। মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন, বিধি মোতাবেক ২৯ এপ্রিল বিদ্যালয়ে গেলে কিছু সন্ত্রাসী প্রধান শিক্ষকে মারধর ও গালাগালি করে। তদন্ত করে দোষীদের সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা।
মন্তব্য করুন: