রবিবার, ৪ঠা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত
  • মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
  • চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল
  • করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী সংগঠন

ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৬

পাবনার ঈশ্বরদী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।মাষকলাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কৃষক নেতা মুরাদ মালিথাসহ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে মাষকলাই বীজসহ ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়।

দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাষকলাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ প্রেক্ষাপটে মাষকলাই চাষে বাড়তি খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ জানান, ডালভাত না খেলে অনেকের চলে না। মাষকলাই ডাল শুধু এমনি রান্না হয় না, মাছ-মাংস-সবজির সঙ্গে এ ডাল একসাথে রান্না মজাদার। মাসকলাইয়ের ডালে থাকে আমিষ প্রোটিন ও ভিটামিন বি ও অন্যান্য ভিটামিন উপাদান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সাধুবাদ জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর